হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৭৮

পরিচ্ছেদঃ ৭) মসজিদকে পরিস্কার ও পবিত্র রাখার প্রতি উদ্বুদ্ধকরণ ও তা সুগন্ধিযুক্ত করার বর্ণনা

২৭৮. (সহীহ্ লি গাইরিহী) সামুরা বিন জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গোত্র সমূহে (মহল্লায় মহল্লাহ) আমাদেরকে মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন এবং আদশে করেছেন উহা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে।

(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ৫/১৭ ও তিরমিযী। তিনি বলেনঃ হাদীছটি সহীহ্)[1]

الترغيب في تنظيف المساجد وتطهيرها وما جاء في تجميرها

(صحيح لغيره) وَ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: " أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَّخِذَ الْمَسَاجِدَ فِي دِيَارِنَا، وَأَمَرَنَا أَنْ نُنَظِّفَهَا " رواه أحمد والترمذي وقال حديث صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ