হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৬২

পরিচ্ছেদঃ ৪) বিনা কারণে আযানের পর মসজিদ থেকে বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন

২৬২. (হাসান সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’মুনাফিক ছাড়া এমন কোন ব্যাক্তি নেই, যে আমার এই মসজিদে আযান শোনার পর কোন প্রয়োজনে বাইরে গিয়ে আর ফিরে আসে না।’’

(হাদীছটি বর্ণনা করেছেন ইমাম ত্বাবরানী ৩৮৪২)

الترهيب من الخروج من المسجد بعد الأذان لغير عذر

(حسن صحيح) وَعَنْه رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :"لا يَسْمَعُ النِّدَاءَ فِي مَسْجِدِي هَذَا ثُمَّ يَخْرُجُ مِنْهُ، إِلا لِحَاجَةٍ، ثُمَّ لا يَرْجِعُ إِلَيْهِ إِلا مُنَافِقٌ. رواه الطبراني في الأوسط


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ