হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৫৯

পরিচ্ছেদঃ ৩) ইকামত দেয়ার প্রতি উদ্বুদ্ধকরণ

২৫৯. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’সালাতের জন্য যখন আযান দেয়া হয়, তখন শয়তান বায়ুনিঃসরণ করতে করতে এতদূর পলায়ন করে, যখন সে আর আযানের শব্দ শুনতে পায় না। আযান শেষ হলে আবার ফিরে আসে। যখন সালাতের ইকামত দেয়া হয়, তখন আবার পলায়ন করে...।’’

(মালেক ১/৬৯, বুখারী ৬০৮, মুসলিম ৩৮৯, আবূ দাউদ ৫১৬, নাসাঈ ২/২১)(হাদীছটি ইতোপূর্বে বর্ণিত হয়েছে, দেখুন হাদীছ নং ২৪০)

الترغيب في الإقامة

(صحيح) عَنْ أبِيْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ فَإِذَا قُضِيَ الأذان أَقْبَلَ فَإِذَا ثُوِّبَ أَدْبَرَ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ