হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২২৯

পরিচ্ছেদঃ ১৩) ওযুর পর দু'রাকাআত সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ

২২৯. (সহীহ) হুমরান থেকে বর্ণিত। তিনি ছিলেন উছমান বিন আফ্ফান (রাঃ) এর ত্রুীতদাস। তিনি দেখলেন, উছমান বিন আফ্ফান (রাঃ) ওযুর পানি আনতে বললেন, তারপর পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তিনবার ধৌত করলেন। অতঃপর তিনি ডান হাত পানির মধ্যে প্রবেশ করালেন, কুলি করলেন, নাকে পানি দিলেন ও নাক ঝাড়লেন। এরপর মুখমণ্ডল তিনবার এবং দু’হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন, অতঃপর মাথা মাসেহ করলেন ও পদদ্বয় তিনবার ধৌত করলেন। তারপর বললেন, আমার এই ওযুর মতই রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে আমি ওযু করতে দেখেছি। অতঃপর তিনি বলেছেনঃ ’’যে ব্যাক্তি আমার এই ওযুর মত ওযু করবে, অতঃপর দু’রাকআত সালাত আদায় করবে- তাতে কোন প্রকার আত্মসংলাপ করবে না, তবে তার পূর্বকৃত যাবতীয় পাপ ক্ষমা করা হবে।’’

(বুখারী ১৬৪ ও মুসলিম ২২৬ প্রমুখ হাদীছটি বর্ণনা করেছেন)

الترغيب في ركعتين بعد الوضوء

(صحيح) وَعَنْ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثًا ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا ثم قَالَ: مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ . رواه البخاري ومسلم وغيرهما


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ