হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২০১

পরিচ্ছেদঃ ৮) ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধকরণ

২০১. (সহীহ) আবদুল্লাহ্ বিন বুরায়দা তাঁর পিতা (বুরায়দা রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন এক সকালে বেলাল (রাঃ) কে ডাকলেন, অতঃপর বললেনঃ হে বেলাল! এমন কোন কাজের মাধ্যমে তুমি জান্নাতে আমার অগ্রগামী হলে? গত রাতে আমি জান্নাতে প্রবেশ করেছিলাম, তখন আমার আগে আগে তোমার চলার শব্দ শুনেছি?’’

বেলাল বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি যখনই আযান দিয়েছি তখনই দু’রাকাত সালাত আদায় করেছি এবং যখনই কোন নাপাকির সম্মুখিন হয়েছি তখনই ওযু করে নিয়েছি। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ’’একারণেই।’’

(হাদীছটি বর্ণনা করেছেন তিরমিযী, আহমাদ ও ইবনু খুযায়মা)

الترغيب في المحافظة على الوضوء وتجديده

(صحيح) و عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَصْبَحَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَدَعَا بِلَالًا فَقَالَ: " يَا بِلَالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الْجَنَّةِ، إني دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةِ فَسَمِعَتْ خَشْخَشَتَكَ أَمَامِي " فَقَالَ بِلَالٌ: يَا رَسُولَ اللهِ مَا أَذَّنْتُ قَطُّ إِلَّا صَلَّيْتُ رَكْعَتَيْنِ، وَلَا أَصَابَنِي حَدَّثٌ قَطُّ إِلَّا تَوَضَّأْتُ عِنْدَهَ، فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " بِهَذَا ". رواه ابن خزيمة


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ