হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৭৩

পরিচ্ছেদঃ ৩৭: দু আঙ্গুলি দ্বারা ইশারা করার নিষেধাজ্ঞা এবং কোন্ আঙ্গুলি দ্বারা ইশারা করতে হবে তার বর্ণনা

১২৭৩. মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনুল মুবারক আল মুখররিমী (রহ.) ..... সা’দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) (একদিন) আমার কাছ দিয়ে গেলেন। তখন আমি আমার সমুদয় অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করছিলাম। তিনি আমাকে বলেন, ’তুমি এক অঙ্গুলি দ্বারা ইঙ্গিত কর, এক অঙ্গুলি দ্বারা ইঙ্গিত কর’ এবং তিনি তর্জনি দ্বারা ইঙ্গিত করলেন।

باب النهي عن الإشارة بأصبعين وبأي أصبع يشير

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ حَدَّثَنَا الْأَعْمَشُ، ‏‏‏‏‏‏عَنْ أَبِي صَالِحٍ، ‏‏‏‏‏‏عَنْ سَعْدٍ،‏‏‏‏ قَالَ:‏‏‏‏ مَرَّ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،‏‏‏‏ وَأَنَا أَدْعُو بِأَصَابِعِي،‏‏‏‏ فَقَالَ:‏‏‏‏ أَحِّدْ أَحِّدْ وَأَشَارَ بِالسَّبَّابَةِ . تخریج دارالدعوہ: سنن ابی داود/الصلاة ۳۵۸ (۱۴۹۹)، (تحفة الأشراف: ۳۸۵۰) (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1274 - صحيح

37. The Prohibition Of Pointing With Two Fingers, And With Which Finger One Should Point


It was narrated from Sa`d who said: The Messenger of Allah (ﷺ) passed by me when I was supplicating with my fingers and he said: 'Make it one, make it one' and pointed with his forefinger.