হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৫৪৪

পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয

১৫৪৪(১৩). উসমান ইবনে আহমাদ আদ-দাক্‌কাক (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবদুল মুত্তালিবের বংশধর অথবা হে আবদে মানাফ-এর বংশধর! যে কোন ব্যক্তি এই ঘরের তাওয়াফ করে অথবা এখানে নামায পড়ে তোমরা তাকে বাধা দিও না। যদিও ফজরের নামাযের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত কোন নামায পড়া সংগত নয় এবং আসরের নামাযের পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোন নামায পড়া সংগত নয়, কিন্তু লোকজন (ঐ সময়) মক্কায় এই ঘরের তাওয়াফ করতে পারবে এবং নামায পড়তে পারবে।

بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ ، ثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ ، ثَنَا أَبُو الْوَلِيدِ الْعَدَنِيُّ ، ثَنَا رَجَاءٌ أَبُو سَعِيدٍ ، ثَنَا مُجَاهِدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ أَوْ يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُوا أَحَدًا يَطُوفُ بِالْبَيْتِ وَيُصَلِّي ، فَإِنَّهُ لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَلَا صَلَاةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ إلََّا بِمَكَّةَ عِنْدَ هَذَا الْبَيْتِ يَطُوفُونَ وَيُصَلُّونَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ