হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪৭৪

পরিচ্ছেদঃ ৭১. ইমামের কিরাআতই মোক্তাদীদের কিরাআত

১৪৭৪(৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার ইমাম আছে সেক্ষেত্রে ইমামের কিরাআতই তার কিরাআত। সুহাইল (রহঃ) সূত্রে হাদীসটি বর্ণনা করা সহীহ নয়।

এই হাদীস ইসমাঈল (রহঃ) থেকে কেবল মুহাম্মাদ ইবনে আব্বাদ আর-রাযীই বর্ণনা করেছেন এবং তিনি হাদীসশাস্ত্রে দুর্বল।

بَابُ ذِكْرِ نِيَابَةِ قِرَاءَةِ الْإِمَامِ عَنِ الْمَأْمُومِينَ

ثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا أَبُو إِسْمَاعِيلَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ التِّرْمِذِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الرَّازِيُّ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ كَانَ لَهُ إِمَامٌ فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " . لَا يَصِحُّ هَذَا عَنْ سُهَيْلٍ تَفَرَّدَ بِهِ مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الرَّازِيُّ عَنْ إِسْمَاعِيلَ وَهُوَ ضَعِيفٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ