হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪৬৮

পরিচ্ছেদঃ ৭০. ইমাম নামাযের কিছু অংশ পড়ার পর মোক্তাদীরা তার নামাযে শামিল হলো, এ অবস্থায় তাদের সাথে আদায়কৃত নামাযই তার নামাযের প্রথম অংশ গণ্য হবে

১৪৬৮(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। আলী ইবনে আবু তালিব (রাঃ) বলেন, তুমি ইমামের সাথে যে কয় রাকআত পেলে তা তোমার নামাযের প্রথমাংশ এবং যতোটুকু কুরআন (নামায) ছুটে গেল তা পূর্ণ করো।

রাবী বলেন, মা’মার (রহঃ) কাতাদা-সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) সূত্রে আমাদের নিকট আলী (রাঃ)-এর উক্তির অনুরূপ বর্ণনা করেছেন।

بَابُ الْإِمَامِ يَسْبِقُ الْمَأْمُومِينَ بِبَعْضِ الصَّلَاةِ فَيَدْخُلُ مَعَهُمْ مِنْ حِينَ أَدْرَكَهُ وَيَكُونُ أَوَّلَ صَلَاتِهِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ثَنَا مَعْمَرٌ عَنْ قَتَادَةَ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ قَالَ : مَا أَدْرَكْتَ مَعَ الْإِمَامِ فَهُوَ أَوَّلُ صَلَاتِكَ ، وَاقْضِ مَا سَبَقَكَ بِهِ مِنَ الْقُرْآنِ قَالَ وَثَنَا مَعْمَرٌ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ مِثْلَ قَوْلِ عَلِيٍّ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ