হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪৬২

পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে

১৪৬২(৫). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... উবাই ইবনে কা’ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়লেন। তিনি (তাতে) একটি সূরা পড়েন এবং একটি আয়াত বাদ পড়ে যায়। তিনি নামায শেষ করলে পর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! অমুক অমুক আয়াত কি রহিত (মনসূখ) হয়েছে। তিনি বলেনঃ না। আমি বললাম, আপনি অমুক আয়াত পড়েননি। তিনি বলেনঃ তোমরা আমাকে স্মরণ করিয়ে দাওনি কেন?

بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ ، ثَنَا عُمَرُ بْنُ نَجِيحٍ ، ثَنَا أَبُو مُعَاذٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أُبَيِ بْنِ كَعْبٍ قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةً فَقَرَأَ سُورَةً فَأَسْقَطَ آيَةً مِنْهَا فَلَمَّا فَرَغَ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ آيَةُ كَذَا وَكَذَا أَنُسِخَتْ قَالَ : " لَا " . قُلْتُ فَإِنَّكَ لَمْ تَقْرَأْهَا . قَالَ : " أَفَلَا لَقَّنْتَنِيهَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ উবাই ইবনু কা‘ব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ