হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১৮৭

পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব

১১৮৭(৬). ইউসুফ ইবনে ইয়াকূব ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... মুহাম্মাদ ইবনে ইসহাক (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তিনি ( কারি ) বলেনঃ মনে হয় তোমরা আমার পিছনে কিরাআত পড়ো। আমরা বললাম, হাঁ, পড়ি ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেন, তা করো না, অবশ্যই সূরা আল-ফাতিহা পড়ো। কেননা তা ব্যতীত নামায হয় না।

بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ

حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْعَمِّيُّ ، ثَنَا عُمَرُ بْنُ حَبِيبٍ الْقَاضِي ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، بِهَذَا الْإِسْنَادِ : نَحْوَهُ . وَقَالَ : " كَأَنَّكُمْ تَقْرَءُونَ خَلْفِي " ، قُلْنَا : أَجَلْ ؛ هَذًّا يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : " فَلَا تَفْعَلُوا إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ إِلَّا بِهَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ