হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০৪৭

পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ

১০৪৭(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... সাহল ইবন সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কা’বার দিকে কিবলা পরিবর্তিত হওয়ার পর এক ব্যক্তি কুবাবাসীদের নিকট দিয়ে যাচ্ছিল। তখন তারা নামাযরত ছিল। লোকটি তাদের বলল, অবশ্যই কা’বার দিকে কিবলা পরিবর্তন করা হয়েছে। অতএব তারা তৎক্ষণাৎ কা’বার দিকে ফিরে গেল।

بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا أَبُو الْأَزْهَرِ ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، ثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَفْصٍ ، عَنْ أَبِي حَازِمٍ ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، قَالَ : لَمَّا حُوِّلَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ ، مَرَّ رَجُلٌ بِأَهْلِ قُبَاءٍ وَهُمْ يُصَلُّونَ ، فَقَالَ لَهُمْ : قَدْ حُوِّلَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ ؛ فَاسْتَدَارُوا وَإِمَامُهُمْ نَحْوَ الْكَعْبَةِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ সাহল বিন সা'দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ