হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৮৫২

পরিচ্ছেদঃ ৫. পট্রির উপর মসেহ করা জায়েয

৮৫২(১)। দালাজ ইবনে আহমাদ (রহঃ) ... আলী ইবনে আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ভেঙ্গে যাওয়া আহত স্থানে পট্টি বাঁধা সম্পর্কে জিজ্ঞেস করলাম, সে কিভাবে উযু করবে এবং নাপাক হলে কিভাবে গোসল করবে? তিনি বলেন, উযু ও নাপাকির গোসল উভয় ক্ষেত্রে পানি দিয়ে পট্টির উপর মসেহ করবে। আমি বললাম, যদি প্রচণ্ড ঠাণ্ডা হয় এবং গোসলের বেলায় জীবননাশের আশংকাবোধ করে? তিনি বলেনঃ তার শরীরের উপর মসেহ করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োক্ত আয়াত পড়েনঃ “তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর দয়াশীল” (সূরা আন-নিসা : ২৯)। আর ক্ষতির আশংকা হলে সে তায়াম্মুম করবে।

بَابُ جَوَازِ الْمَسْحِ عَلَى الْجَبَائِرِ

ثَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، نَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ زَيْدٍ الصَّائِغُ بِمَكَّةَ ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، وَهُوَ خَالِدُ بْنُ يَزِيدَ الْمَكِّيُّ ، نَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - ثَنَا الْحَسَنُ بْنُ زَيْدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنِ الْجَبَائِرِ تَكُونُ عَلَى الْكَسِيرِ ، كَيْفَ يَتَوَضَّأُ صَاحِبُهَا ؟ وَكَيْفَ يَغْتَسِلُ إِذَا أَجْنَبَ ؟ قَالَ : " يَمْسَحَانِ بِالْمَاءِ عَلَيْهَا فِي الْجَنَابَةِ وَالْوُضُوءِ " . قُلْتُ : فَإِنْ كَانَ فِي بَرْدٍ يَخَافُ عَلَى نَفْسِهِ إِذَا اغْتَسَلَ ؟ قَالَ : " يُمِرُّ عَلَى جَسَدِهِ " . وَقَرَأَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ( وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا ) [ النِّسَاءِ : 29 ] " يَتَيَمَّمُ إِذَا خَافَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ