হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
        
  
                              ৫১৩৪ 
                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ ২১. তৃতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩৪-[১২] ’আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি অত্যাচারিতের বদদু’আ থেকে নিজেকে রক্ষা করো। কেননা সে আল্লাহ তা’আলার কাছে নিজের অধিকার প্রার্থনা করে। আল্লাহ তা’আলা কোন হকদারকে নিজের পাওনা থেকে বঞ্চিত করেন না।[1]
 [1] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৭৪৬৪, আর জামি‘উস্ সগীর ১১২৩, য‘ঈফুল জামি‘ ১১০, হিলইয়াতুল আওলিয়া ৩/২০২।
হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘সলিহ ইবনু হাসান’’ নামের বর্ণনাকারী মাতরূক। দেখুন- য‘ঈফাহ্ ১৬৯৭।
                                             
                                          
                  وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَدَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّمَا يَسْأَلُ اللَّهَ تَعَالَى حَقَّهُ وَإِنَّ اللَّهَ لَا يَمْنَعُ ذَا حق حَقه»