পরিচ্ছেদঃ
১৮০১। তিনি টয়লেটে প্রবেশ করতেন এবং চুনা দ্বারা গুপ্তাংগের চুল উঠিয়ে ফেলতেন।
হাদীসটি খুবই দুর্বল।
এটিকে ইবনু আসাকির (৩/৩০০/২) সুলাইমান ইবনু সালামাহ হিমসী হতে, তিনি বাকিয়্যাহ হতে, তিনি সুলাইমান ইবনু বাশেরাহ আলহানী হতে, তিনি বলেনঃ আমি মুহাম্মাদ ইবনু যিয়াদ আলহানীকে বলতে শুনেছিঃ সাওবান আমাদের প্রতিবেশী ছিলেন, তিনি টয়লেটে প্রবেশ করতেন, তখন আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি একেবারে দুর্বল। সুলাইমান ইবনু সালামাহ হচ্ছেন খাবাইরী , তিনি মিথ্যা বর্ণনা করার দোষে দোষী। আর সুলাইমান বাশেরার জীবনী পাচ্ছি না। "ফাতাওয়াস সুয়ূতী" গ্রন্থে (২/৬৩) (বাশেরার ’বা’ এর স্থলে) ’নুন’ দ্বারা নাশেরাহ উল্লেখ করা হয়েছে।
হাদীসটিকে সুয়ূতী “আলজামেউস সাগীর” গ্রন্থে ইবনু আসাকিরের বর্ণনায় অসেলার উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। আর মানবী বলেছেনঃ খুবই দুর্বল সনদে, বরং একেবারে দুর্বল সনদে উল্লেখ করেছেন।
كان يدخل الحمام، وكان يتنور ضعيف جدا - رواه ابن عساكر (3 / 300 / 2) عن سليمان بن سلمة الحمصي: حدثنا بقية حدثنا سليمان بن باشرة الألهاني قال: سمعت محمد بن زياد الألهاني يقول: كان ثوبان جارا لنا وكان يدخل الحمام فقلت له: فقال: فذكره قلت: وهذا سند واه بمرة، سليمان بن سلمة هو الخبائري وهو متهم بالكذب، وسليمان بن باشرة لم أجد له ترجمة، ووقع في " فتاوى السيوطي " (2 / 63) : " ناشرة " بالنون. والله أعلم. والحديث أورده السيوطي في " الجامع الصغير " من رواية ابن عساكر عن واثلة. وقال المناوي: " بسند ضعيف جدا بل واه بالمرة