পরিচ্ছেদঃ
১৭০১। তোমাদের নিকট আযদ আগমন করেছে যারা লোকদের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী, সর্বাপেক্ষা মিষ্টি মুখের (ভাষার) অধিকারী এবং যারা মিলিত হওয়ার সময় সর্বাপেক্ষা সত্যবাদী।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে ইবনু মান্দা “আলমারিফা” গ্রন্থে (২/২৬/২) তৃবারানী হতে, আর এটি “আওসাত” গ্রন্থে (নং ২৯৬৪) তার সনদে সুলাইমান শাযকূনী হতে, তিনি মুহাম্মাদ ইবনু হুমরান হতে, তিনি আবূ ইমরান মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু আব্দুর রহমান হতে, তিনি তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন যার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সাক্ষাৎ ঘটেছিল। তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাগত একটি দলের দিকে তাকিয়ে বলেনঃ ...।
ত্ববারানী বলেনঃ শাযকূনী হাদীসটি এ সনদে এককভাবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি একেবারে দুর্বল। সুলাইমান হচ্ছেন ইবনু দাউদ শাযকূনী। হাফিয যাহাবী "আযযুয়াফা অল মাতরূকীন" গ্রন্থে বলেনঃ ইবনু মাঈন বলেনঃ তিনি মিথ্যা বলতেন। ইমাম বুখারী বলেনঃ তার মধ্যে বিরূপ মন্তব্য রয়েছে। আবু হাতিম বলেনঃ তিনি মাতরূক। আর আবু ইমরান ও তার পিতা তাদের উভয়কে চেনা যায় না। যেমনটি হাফিয ইবনু হাজার "আলইসাবাহ" গ্রন্থে আব্দুল্লাহর পিতা আব্দুর রহমানের জীবনীতে বলেছেন।
হাইসামী হাদীসটিকে (১০/৪৬) ত্ববারানীর "আলমুজামুল কাবীর" গ্রন্থের উদ্ধৃতিতেও উল্লেখ করে বলেছেনঃ ... শাযকূনী দুর্বল।
أتتكم الأزد أحسن الناس وجوها وأعذبه أفواها وأصدقه لقاء موضوع - رواه ابن منده في " المعرفة " (2 / 26 / 2) عن الطبراني، وهذا في " الأوسط " (2964 - بترقيمي) بسنده عن سليمان الشاذكوني: أخبرنا محمد بن حمران أخبرنا أبو عمران محمد بن عبد الله بن عبد الرحمن عن أبيه عن جده وكانت له صحبة، قال: " نظر رسول الله صلى الله عليه وسلم إلى عصابة قد أقبلت، قال: أتتكم الأزد أحسن الناس ... الحديث، ونظر إلى كبكة قد أقبلت، فقال: من هذه؟ قالوا: هذه بكر بن وائل، فقال رسول الله صلى الله عليه وسلم: اللهم أجبر كسرهم. الحديث، وقد ذكر في محله ". وقال الطبراني: " تفرد به الشاذكوني بهذا الإسناد قلت: وهذا سند واه بمرة، سليمان هو ابن داود الشاذكوني، قال الذهبي في " الضعفاء والمتروكين ". " قال ابن معين: كان يكذب. وقال البخاري: فيه نظر. وقال أبو حاتم: متروك ". وأبو عمران وأبو هـ لا يعرفان، كما قال الحافظ في ترجمة عبد الرحمن والد عبد الله من " الإصابة ". وعزاه الهيثمي (10 / 46) للطبراني في " الكبير " أيضا، وقال: " ... الشاذكوني ضعيف