পরিচ্ছেদঃ
১৫৮৮। তোমাদেরকে মাহদীর ব্যাপারে সুসংবাদ প্রদান করছি। তাকে আমার উম্মাতের মধ্যে লোকদের মতভেদ করার এবং ভূমিকম্প ঘটার সময় প্রেরণ করা হবে। অতঃপর তিনি যমীনকে ইনসাফ ও ন্যায়পরায়নতার দ্বারা পরিপূর্ণ করে দিবেন। যেরূপ তাকে অন্যায় ও অত্যাচারের দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয়েছিল। তার প্রতি আসমানবাসী ও যমীনবাসী সম্ভষ্ট থাকবে। তিনি সঠিকভাবে সম্পদ বণ্টন করবেন। এক ব্যক্তি তাকে বললঃ সঠিকভাবের ভাবাৰ্থ কি? তিনি বললেনঃ লোকদের মাঝে সমানভাবে। তিনি বলেনঃ আল্লাহ্ তা’য়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মাতের হৃদয়গুলোকে স্বনির্ভরতার দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তার ইনসাফ তাদেরকে ছেয়ে ফেলবে। এমনকি আহবানকারীকে আহবান করার জন্য নির্দেশ দিলে সে ডাক দিয়ে বলবেঃ কার সম্পদের প্রয়োজন আছে? এ সময় লোকদের মধ্য থেকে একমাত্র ব্যক্তি দাঁড়াবে। তখন তিনি বলবেনঃ তুমি পাহারাদারের নিকট গিয়ে তাকে বল যে, মাহদী আমাকে সম্পদ দেয়ার জন্য তোমাকে নির্দেশ দিয়েছেন। সে তাকে বলবেঃ তুমি দু’হাত দিয়ে গ্রহণ কর। যখন সে তার কোলে সম্পদ রাখা শুরু করবে এবং একত্রিত করে ফেলবে (অতঃপর তা উঠিয়ে নিয়ে যেতে অপারগ হয়ে যাবে) তখন সে লজ্জিত হয়ে বলবেঃ আমি উম্মাতে মুহাম্মাদির সর্বাপেক্ষা বেশী লোভী ব্যক্তি ছিলাম। যে বস্তু তাদেরকে ছেয়ে ফেলেছে তা আমাকে অপারগ করে ফেলল? অতঃপর তিনি সে সম্পদ ফিরিয়ে দিবেন। কিন্তু তার থেকে গ্রহণ করা হবে না। তাকে বলা হবেঃ আমরা যা দিয়েছি তার সামান্যও গ্রহণ করিনা। এ অবস্থা সাত বছর, অথবা আট বছর, অথবা নয় বছর বিরাজ করবে। অতঃপর এর পরে জীবন ধারণের মধ্যে আর কোন কল্যাণ থাকবে না, অথবা বলেনঃ এর পরে জীবনের মধ্যে আর কোন কল্যাণ থাকবে না।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে ইমাম আহমাদ (৩/৩৭, ৫২) মুয়াল্লা ইবনু যিয়াদ সূত্রে ’আলা ইবনু বাশীর হতে, তিনি আবুস সিদ্দীক নাজী হতে, তিনি আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। বর্ণনাকারী আল ইবনু বাশীর মাজহুল (অপরিচিত) যেমনটি ইবনুল মাদীনী বলেছেন। আর হাফিয ইবনু হাজার প্রমুখ এ ব্যাপারে তার অনুসরণ করেছেন। “আলমীযান” গ্রন্থে এসেছে তার থেকে একমাত্র মুয়াল্লা ইবনু যিয়াদই বর্ণনা করেছেন।
হ্যাঁ, হাদীসটি অন্য সূত্রে আবুস সিদ্দীক হতে সংক্ষেপে বর্ণিত হয়েছে। সেটিকে ’আলা বর্ণনা করেছেন। সে সনদটি সহীহ। এ কারণে সেটিকে "সিলসিলাহ্ সহীহাহ" গ্রন্থে (৭১১) উল্লেখ করেছি।
أبشركم بالمهدي، يبعث في أمتي على اختلاف من الناس وزلازل، فيملأ الأرض قسطا وعدلا، كما ملئت جورا وظلما، يرضى عنه ساكن السماء وساكن الأرض، يقسم المال صحاحا، فقال له رجل: ما صحاحا؟ قال: بالسوية بين الناس، قال: ويملأ الله قلوب أمة محمد صلى الله عليه وسلم غنى، ويسعهم عدله حتى يأمر مناديا فينادي، فيقول: من له في مال حاجة؟ فما يقوم من الناس إلا رجل، فيقول: ائت السدان - يعني الخازن - فقل له: إن المهدي يأمرك أن تعطيني مالا، فيقول له: احث، حتى إذا جعله في حجره وأحرزه ندم، فيقول: كنت أجشع أمة محمد نفسا، أوعجز عني ما وسعهم، قال: فيرده، فلا يقبل منه، فيقال له: إنا لا نأخذ شيئا أعطيناه، فيكون كذلك سبع سنين أوثمان سنين أوتسع سنين، ثم لا خير في العيش بعده، أوقال: لا خير في الحياة بعده ضعيف - أخرجه أحمد (3 / 37 و52) من طريق المعلى بن زياد: حدثنا العلاء بن بشير عن أبي الصديق الناجي عن أبي سعيد الخدري قال: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره قلت: وهذا إسناد ضعيف، العلاء بن بشير مجهول، كما قال ابن المديني، وتبعه الحافظ وغيره، لم يروعنه سوى المعلى بن زياد كما في " الميزان ". نعم قد جاء الحديث من طريق أخرى عن أبي الصديق، ولكنه مختصر، ليس فيه هذا التفصيل الذي رواه العلاء، وإسناده صحيح، ولذلك خرجته في الكتاب الآخر (711)