হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৫৬৬

পরিচ্ছেদঃ

১৫৬৬। তিনি দু’আ করা শুরু করতেন "সুবহানা রাব্বিইয়াল আ’লাল অহহাব" দ্বারা।

হাদীসটি দুর্বল।

হাদীসটিকে হাকিম (১/৪৯৮), ইবনু আবী শাইবাহ "আলমুসান্নাফ" গ্রন্থে (১২/১৭/১) ও আহমাদ (৩/৫৪) উমার ইবনু রাশেদ ইয়ামানী সূত্রে ইয়াস ইবনু সালামাহ ইবনুল আকঅ’ আসলামী হতে, তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সর্বদায় দুআ শুরু করতে শুনেছি ....।

তাদের সবার নিকট হাদীসটি এরূপই এসেছে। আর আমি এখানে হাদীসটিকে উল্লেখিত ভাষায় এনেছি সুয়ূতীর "আলজামে" গ্রন্থের অনুসরণ করে।

হাকিম বলেনঃ সনদটি সহীহ। হাফিয যাহাবীও তার অনুসরণ করেছেন।

আমি (আলবানী) বলছিঃ যাহাবীর এ সিদ্ধান্ত তার নিম্নোক্ত কথার দ্বারা প্রত্যাখ্যাতঃ তিনি "আযযুয়াফা অলমাতরূকীন" গ্রন্থে বর্ণনাকারী এ উমার সম্পর্কে বলেছেনঃ “তারা তাকে দুর্বল আখ্যা দিয়েছেন”।

তিনি “আলমীযান” গ্রন্থেও অনুরূপ কথা বলেছেন এবং তার কতিপয় মুনকার হাদীস উল্লেখ করেছেন এটি সেগুলোর একটি।

আর হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেনঃ তিনি দুর্বল।

আর হাইসামী "আলমাজমা" গ্রন্থে (১০/১৫৬) বলেনঃ এটিকে আহমাদ ও ত্ববারানী বর্ণনা করেছেন। যার মধ্যে উমার ইবনু রাশেদ ইয়ামানী রয়েছেন, তাকে একধিক ব্যক্তি নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন। এছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ সহীহ বর্ণনাকারী।

এ কথাকে মানবী “আলফায়েয” গ্রন্থে উল্লেখ করেছেন। আর “আততায়সীর” গ্রন্থে সংক্ষেপে হাকিম কর্তৃক সহীহ আখ্যা দেয়ার কথা উল্লেখ করে সমালোচনা করেছেন। তার ভাষা থেকে বুঝা যায় তিনি সহীহ আখ্যাদানে সন্তুষ্ট হননি। কিন্তু তার অন্ধ অনুসরণকারী গুমারী এবারে তার বিরোধিতা করে হাদীসটিকে তার “কানয” গ্রন্থে (২৮৪৪) সহীহ আখ্যা দিয়েছেন।

كان يستفتح دعاءه بـ سبحان ربي الأعلى الوهاب ضعيف - أخرجه الحاكم (1 / 498) وابن أبي شيبة في " المصنف " (12 / 17 / 1) وأحمد (4 / 54) من طريق عمر بن راشد اليمامي قال: حدثنا إياس بن سلمة بن الأكوع الأسلمي عن أبيه قال: " ما سمعت رسول الله صلى الله عليه وسلم يستفتح دعاء إلا استفتحه بـ ... ". هكذا الحديث عندهم جميعا، وإنما أوردته باللفظ المذكور أعلاه تبعا للسيوطي في " الجامع ". ثم قال الحاكم: " صحيح الإسناد ". ووافقه الذهبي. قلت: وهو مردود بقوله في " الضعفاء والمتروكين " عن عمر هذا: " ضعفوه ". وكذا قال في " الميزان "، وساق له مما أنكر عليه أحاديث هذا أحدها، وقال الحافظ في " التقريب ": " ضعيف وقال الهيثمي في " المجمع " (10 / 156) : " رواه أحمد والطبراني بنحوه، وفيه عمر بن راشد اليمامي، وثقه غير واحد، وبقية رجاله رجال الصحيح ". ونقل هذا وما قبله المناوي في " الفيض "، واقتصر في " التيسير " على قوله في تصحيح الحاكم: " وتعقب ". ومن الظاهر أنه لم يرتض التصحيح، وأما مقلده الغماري فقد خالفه في هذه المرة فصحح الحديث فأورده في " كنزه " (2844)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ