পরিচ্ছেদঃ
১৫৫০। যে নারীই তার স্বামীর গৃহ হতে তার অনুমতি ছাড়া বের হবে প্রতিটি বস্তু যার উপর সূর্য এবং চন্দ্র উদিত হয়েছে তাকে অভিশাপ দিবে। তবে তার স্বামী তার উপর সম্ভষ্ট হয়ে গেলে ভিন্ন কথা।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে দায়লামী (১/২/৩৫৩- ৩৫৪) আবূ নুয়াইম সূত্রে আবু হুদবাহ হতে, তিনি আনাস (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এটি বানোয়াট। আবু হুদবার নাম হচ্ছে ইবরাহীম ইবনু হুদবাহ। তিনি মাতরূক, আনাস (রাঃ) হতে তিনি বাতিল হাদীস বর্ণনা করেছেন। এরূপ হাদীস (১০২০) নম্বরে আলোচিত হয়েছে।
أيما امرأة خرجت من بيت زوجها بغير إذنه، لعنها كل شيء طلعت عليه الشمس والقمر، إلا أن يرضى عنها زوجها موضوع - الديلمي (1 / 2 / 353 - 354) من طريق أبي نعيم عن أبي هدبة عن أنس مرفوعا. قلت: وهذا موضوع، أبو هدبة - واسمه إبراهيم بن هدبة - متروك، حدث بالأباطيل عن أنس. وقد مضى الحديث بنحوه برقم (1020)