হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩১১

পরিচ্ছেদঃ

১৩১১। জান্নাতের চাবি হচ্ছে লা-ইলাহা ইল্লাল্লাহ্ ’আল্লাহ ছাড়া কোন সত্য মাবূদ নেই’ এ সাক্ষ্য দেয়া।

হাদীসটি দুর্বল।

হাদীসটি ইমাম আহমাদ (৫/২৪২) ও বাযযার (নং ২) ইসমাঈল ইবনু আইয়্যাশ হতে, তিনি আব্দুল্লাহ ইবনু আবদির রহমান ইবনে আবী হুসাইন হতে, তিনি শাহর ইবনু হাওশাব হতে, তিনি মুয়ায ইবনু জাবাল (রাঃ) হতে, তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ ...।

বাযযার বলেনঃ বর্ণনাকারী শাহর মায়ায (রাঃ) হতে শ্রবণ করেননি।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। শাহর দুর্বল তার হেফযে ক্রটি থাকার কারণে। এ ছাড়াও সনদটি মুনকাতি’, অর্থাৎ শাহর এবং মুয়ায (রাঃ)-এর মাঝে বিচ্ছিন্নতা রয়েছে, যেমনটি বাযযার বলেছেন।

আর ইসমাঈল ইবনু আইয়্যাশ নির্ভরযোগ্য। কিন্তু শামী ছাড়া অন্যদের থেকে বর্ণনা করার ক্ষেত্রে তিনি দুর্বল। আর এটি তাদেরই অন্তর্ভুক্ত, কারণ তার শাইখ ইবনু আবী হুসাইন মাক্কী (শামী নন)।

مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله ضعيف - أخرجه أحمد (5/242) والبزار (رقم - 2 كشف الأستار) عن إسماعيل بن عياش عن عبد الله بن عبد الرحمن بن أبي حسين عن شهر بن حوشب عن معاذ بن جبل قال: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره. وقال البزار: " شهر لم يسمع من معاذ قلت: وهذا إسناد ضعيف، شهر ضعيف لسوء حفظه، ثم إنه منقطع بين شهر ومعاذ، كما أفاده البزار. وإسماعيل بن عياش ثقة، ولكنه ضعيف في روايته عن غير الشاميين، وهذه منها، فإن شيخه ابن أبي حسين مكي


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ