হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩১০

পরিচ্ছেদঃ

১৩১০। সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ভালোবাসা আর আল্লাহর সন্তষ্টি লাভের আশায় ঘৃণা করা।

হাদীসটি দুর্বল।

হাদীসটি আবু দাউদ (৪৫৯৯) ইয়াযীদ ইবনু আবী যিয়াদ সূত্রে মুজাহিদ হতে, তিনি এক ব্যক্তি হতে, তিনি আবু যার (রাঃ) হতে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।

আমি নলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল নাম উল্লেখ না- করা ব্যক্তির কারণে। এছাড়া ইয়াযীদ ইবনু আবী যিয়াদ হচ্ছেন কুরাইশী হাশেমী, তিনিও দুর্বল তার হেফযে ক্রটি থাকার কারণে।

أفضل الأعمال الحب في الله، والبغض في الله ضعيف - أخرجه أبو داود (4599) من طريق يزيد بن أبي زياد عن مجاهد عن رجل عن أبي ذر قال: قال رسول الله صلى الله عليه وسلم قلت: وهذا سند ضعيف من أجل الرجل الذي لم يسهم فهو مجهول. وأيضا فإن يزيد ابن أبي زياد وهو القرشي الهاشمي مولاهم الكوفي ضعيف لسوء حفظه. وسيأتي من رواية أحمد بلفظ: " أحب الأعمال ... " (1833)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ