হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩০৩

পরিচ্ছেদঃ

১৩০৩। জ্ঞানের বিপদ হচ্ছে ভুলে যাওয়া আর জ্ঞান নষ্ট করার অর্থ হচ্ছে যে জ্ঞান গ্রহণের উপযোগী নয় তার নিকট জ্ঞান বর্ণনা করা।

হাদীসটি দুর্বল।

হাদীসটি আবু সাঈদ আল-আশুজ্জ তার “হাদীস” গ্রন্থে (১/২২২) আবু উসামাহ হতে, তিনি আ’মাশ হতে, তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন...।

হাদীসটি আবুল হুসাইন আবনূসী “আল-ফাওয়াইদ” গ্রন্থে (২/২৪) আলী ইবনুল হুসাইন হতে, তিনি আবু দাউদ হতে, তিনি আ’মাশ হতে, তিনি বলেনঃ বলা হতোঃ ..., তিনি মারফু হিসেবে বর্ণনা করেননি।

আমি (আলবানী) বলছি মওকুফ হওয়াই সঠিক। মারফু হিসেবে দুর্বল ও মু’জাল।

آفة العلم النسيان، وإضاعته أن تحدث به غير أهله ضعيف - رواه أبو سعيد الأشج في " حديثه " (222/1) حدثنا أبو أسامة عن الأعمش قال: قال رسول الله صلى الله عليه وسلم ورواه أبو الحسين الأبنوسي في " الفوائد " (24/2) عن علي بن الحسين قال: حدثنا أبو داود عن الأعمش قال: كان يقال: فذكره ولم يرفعه قلت: والوقف أصح، والمرفوع ضعيف معضل


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ