হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৭৯

পরিচ্ছেদঃ

১২৭৯। কিয়ামতের দিন আরশের পেট থেকে এক ফেরেশতা ডাক দিয়ে বলবেঃ হে উম্মাতু মুহাম্মাদ! আল্লাহ্ তোমাদের সকল মুমিন এবং মুমিনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অতএব তোমরা পরস্পরে (নিজেদের) অত্যাচারের ব্যাপারে বদান্যতা প্রদর্শন করে আমার রহমতের বিনিময়ে জান্নাতে প্রবেশ কর।

হাদীসটি বানোয়াট।

হাদীসটি বাগাবী "শারহুস সুন্নাহ" গ্রন্থে (৪/২৫২/২) হুসাইন ইবনু দাউদ বালখী হতে, তিনি ইয়াযীদ ইবনু হারূণ হতে, তিনি হুমায়েদ হতে, তিনি আনাস (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।

এ সূত্রেই যিয়া "আল-মুন্তাকা মিন মাসমূয়াতিহি বি-মারু" গ্রন্থে (২/৩৭) বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ হাদীসটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে এ বালখী। খাতীব বাগদাদী বলেনঃ তিনি নির্ভরযোগ্য ছিলেন না। তিনি ইয়াযীদ সূত্রে হুমায়েদ হতে, তিনি আনাস (রাঃ) হতে একটি কপি বর্ণনা করেছেন যার অধিকাংশই বানোয়াট হাদীস।

আমি (আলবানী) বলছিঃ এটি সেগুলোর একটি।

ينادي ملك من بطنان العرش يوم القيامة، يا أمة محمد، الله قد عفا عنكم جميعا المؤمنين والمؤمنات فتواهبوا المظالم، وادخلوا الجنة برحمتي موضوع - رواه البغوي في " شرح السنة " (4/252/2) عن الحسين بن داود البلخي: حدثنا يزيد بن هارون: حدثنا حميد عن أنس رفعه ومن هذا الوجه رواه الضياء في " المنتقى من مسموعاته بمرو" (37/2) قلت: وهذا موضوع آفته البلخي هذا، قال الخطيب: " لم يكن بثقة، فإنه روى نسخة عن يزيد عن حميد عن أنس أكثرها موضوع قلت: وهذا منها


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ