হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৯৪২
পরিচ্ছেদঃ
৯৪২। তিনি পার্শ্বভাবে মিসওয়াক করতেন, লম্বালম্বিভাবে মিসওয়াক করতেন না।
হাদীছটি খুবই দুর্বল।
এটি আবু নোয়াইম “কিতাবুস সিওয়াক” গ্রন্থে আয়েশা (রাঃ)-এর হাদীছ হতে মারফু’ হিসাবে বর্ণনা করেছেন।
হাফিয ইবনু হাজার "আত-তালখীস" (পৃঃ ২৩) গ্রন্থে বলেনঃ তার সনদে আব্দুল্লাহ ইবনু হাকীম রয়েছেন, তিনি মাতরূক। ইবনু হিব্বান (২/২৭) বলেনঃ তিনি নির্ভরযোগ্যদের উপর হাদীছ জাল করতেন। তিনি মালেক, ছাওরী ও মিসআরের উদ্ধৃতিতে এমন ধরনের হাদীছ বর্ণনা করেছেন যেগুলো তাদের হাদীছ নয়।
كان يستاك عرضا، ولا يستاك طولا ضعيف جدا - رواه أبو نعيم في " كتاب السواك " من حديث عائشة مرفوعا قال الحافظ (23) : " وفي إسناده عبد الله بن حكيم وهو متروك ". وقال ابن حبان (2 / 27) : " كان يضع الحديث على الثقات، ويروي عن مالك والثوري ومسعر ما ليس من أحاديثهم