হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৮৫০

পরিচ্ছেদঃ

৮৫০। যে ব্যক্তি সাত বছর ছাওয়াবের প্রত্যাশায় আযান দিবে, আল্লাহ তা’আলা তার জন্য জাহান্নামের আগুন হতে মুক্ত হওয়াকে ফরয করে দিবেন।

হাদীছটি নিতান্তই দুর্বল।

এটি তিরমিযী (১/২৬৭/২০৬), ইবনু মাজাহ (১/নং ৭২৭), তাবারানী (৩/১০৯/২), ইবনুস সাম্মাক "আত-তাসে’ মিনাল ফাওয়ায়েদ" (১/৩) গ্রন্থে, ইবনু বিশরান "আল-আমলীল ফাওয়ায়েদ" (২/১২৫/১) গ্রন্থে এবং আল-খাতীব "আত-তারীখ” (১/২৪৭) গ্রন্থে দুটি সূত্রে জাবের হতে তিনি ইকরামা হতে তিনি ইবনু আব্বাস (রাঃ) হতে মারফু হিসাবে বর্ণনা করেছেন। তিরমিযী বলেনঃ হাদীছটি গরীব। অর্থাৎ দুর্বল। উকায়লী "আয-যোয়াফা" (পৃঃ ১৫৫) গ্রন্থে বলেনঃ তার সনদে দুর্বলতা রয়েছে। বাগাবী "শারহুস সুন্নাহ" (১/৫৮/১) গ্রন্থে বলেনঃ সনদটি দুর্বল। মুনযেরীও "আত-তারগীব" (১/১১১) গ্রন্থে দুর্বলতার দিকেই ইঙ্গিত করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এর কারণ যাবের হচ্ছেন ইবনু ইয়াযীদ আল-জুফী। তিনি দুর্বল বরং তাকে কোন কোন ইমাম মিথ্যুক আখ্যা দিয়েছেন। তিনি রাফেয়ী ছিলেন। আলী (রাঃ) মারা জাননি, তিনি মেঘমালার মধ্যে আছেন, পুনরায় ফিরে আসবেন এরূপ বিশ্বাস করতেন!

হাদীছটি ইবনু আদী (২/৯৯) মুহাম্মাদ ইবনুল ফাযল হতে তিনি মুকাতিল ইবনু হাইয়্যান ও হামযাহ আল-জাযারী হতে ... বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ মুহাম্মাদ ইবনুল ফাযল হচ্ছেন ইবনু আতিয়াহ তিনি মিথ্যুক।

من أذن سبع سنين محتسبا كتب الله له براءة من النار ضعيف جدا - رواه الترمذي (1 / 267 - 206 طبع حمص) وابن ماجه (1 / رقم 727) والطبراني (3 / 109 / 2) وابن السماك في " التاسع من الفوائد " (3 / 1) وابن بشران في " الأمالي الفوائد " (2 / 125 / 1) والخطيب في " تاريخه "، (1 / 247) من طريقين عن جابر عن عكرمة عن ابن عباس مرفوعا. وقال الترمذي: " حديث غريب ". يعني ضعيف، وقال العقيلي في " الضعفاء ": (ص 155) : " وفي إسناده لين ". وقال البغوي في " شرح السنة " (1 / 58 / 1) : " وإسناده ضعيف ". وأشار المنذري في " الترغيب " (1 / 111) لتضعيفه قلت: وعلته جابر هذا، وهو ابن يزيد الجعفي، وهو ضعيف بل كذبه بعض الأئمة، وكان رافضيا يؤمن أن عليا لم يمت، وأنه في السحاب وسيرجع! ورواه ابن عدي (99 / 2) عن محمد بن الفضل عن مقاتل بن حيان وحمزة الجزري عن نافع عن ابن عمر مرفوعا. قلت: ومحمد بن الفضل، هو ابن عطية كذاب


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ