হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৮১৮

পরিচ্ছেদঃ

৮১৮। তোমরা সেই পায়খানার মধ্যে উযু করো না যাতে তোমরা পেশাব করো। কারণ মুমিনের উযুর পানি তার সৎকর্মগুলোর সাথে ওজন করা হবে।

হাদীছটি জাল।

এটি ইবনুন নাজ্জার (১০/১২৯/১) ইয়াহইয়া ইবনু আম্বাসাহ হতে তিনি হুমায়েদ হতে তিনি আনাস (রাঃ) হতে মারফু’ হিসাবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এই ইয়াহইয়া সম্পর্কে ইবনু হিব্বান বলেনঃ তিনি দাজ্জাল, জালকারী। ইবনু আদী বলেনঃ তিনি মুনকারুল হাদীছ। যাহাবী তার কতিপয় হাদীছ উল্লেখ করেছেন, এটি সেগুলোর অন্তর্ভুক্ত। অতঃপর বলেছেনঃ এ সবগুলো তারই জালকৃত।

لا تتؤضؤوا في الكنيف الذي تبولون فيه، فإن وضوء المؤمن يوزن مع حسناته موضوع - رواه ابن النجار (10 / 129 / 1) عن يحيى بن عنبسة حدثنا حميد عن أنس مرفوعا. قلت: ويحيى هذا قال ابن حبان: " دجال وضاع ". وقال ابن عدي: " منكر الحديث مكشوف الأمر ". ذكره الذهبي. ثم ساق له أحاديث منها هذا ثم قال: " هذا كله من وضع هذا المدبر


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ