হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৭২০

পরিচ্ছেদঃ

৭২০। যে ব্যক্তি পেট ভরে (পানাহার করে) খায় সে আসমানী রাজ্যসমূহে প্রবেশ করতে পারবে না।

হাদীছটির কোন ভিত্তি নেই।

এটিকে গাযালী “আল-ইহইয়া” গ্রন্থে মারফু হিসাবে উল্লেখ করেছেন। হাফিজ ইরাকী "আত-তাখরীজ" (৩/৬৯) গ্রন্থে বলেনঃ আজি এটিকে পাচ্ছি না। সুবকীও "আত-তাবাকাত" (৪/১৬২) গ্রন্থে অনুরূপ কথা বলেছেন।

অতঃপর আমি এর মওকুফ সূত্র আয়েশা (রাঃ) হতে পেয়েছি। এটিকে ইবনু ওয়াহাব "আল-জামে" (পৃঃ ৭৭) গ্রন্থে উল্লেখ করেছেন। এ সনদটি মু’যাল। খারায়েতী "মাকারেমূল আখলাক" (পৃঃ ৪১, ৪৫, ৫৩) গ্রন্থে অন্য একটি সূত্রে আয়েশা (রাঃ) হতে মওকুফ হিসাবে বর্ণনা করেছেন। এ সনদটিও দুর্বল। বর্ণনাকারী যিয়াদের জীবনী পাচ্ছি না। আর ইবনু ’আন’য়াম দুর্বল।

لا يدخل ملكوت السماوات من ملأ بطنه لا أصل له - وإن أورده الغزالي في " الإحياء " حديثا مرفوعا إلى النبي صلى الله عليه وسلم! فقد قال الحافظ العراقي في " تخريجه " (3 / 69) : " لم أجده ". وكذا قال السبكي في " الطبقات " (4 / 162) ثم وجدت له طريقا موقوفا فقال ابن وهب في " الجامع " (ص 77) : حدثنا ابن أنعم أن عائشة زوج النبي صلى الله عليه وسلم تقول: فذكره موقوفا عليها وهذا إسناد معضل، وقد وصل، فقال الخرائطي في " مكارم الأخلاق " (ص 41، 45، 53) : حدثنا أحمد بن يحيى بن مالك السوسي: حدثنا أبو بدر شجاع بن الوليد: حدثنا عبد الرحمن بن زياد بن أنعم: حدثنا زياد بن أبي منصور عن عائشة به. قلت: وهذا سند ضعيف، زياد هذا لم أجد له ترجمة. وابن أنعم ضعيف. والسوسي مترجم في " تاريخ بغداد " (5 / 202)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ