হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৬৭৫
পরিচ্ছেদঃ
৬৭৫। আমার নিকট জিবরীল (আঃ) এসে বললেনঃ হে মুহাম্মাদ আপনার দিরহাম হতে মূল্য কম করুন। কারণ ধোঁকপ্রাপ্ত ব্যক্তি ছাওয়াবের ভাগীদারও নয় আর প্রশংসার যোগ্যও নয়।
এ ভাবে হাদীছটির কোন ভিত্তি নেই।
হাফিয সাখাবী বলেনঃ এটিকে দাইলামী “মুসনাদুল ফিরদাউস” গ্রন্থে আনাস (রাঃ) হতে বিনা সনদে বর্ণনা করেছেন। হাদীছটির শেষ অংশটি দুর্বল। যেমনটি পূর্বের হাদীছে আলোচনা করা হয়েছে।
أتاني جبريل فقال: يا محمد ماكس عن درهمك، فإن المغبون لا مأجور ولا محمود لا أصل له بهذا التمام - قال السخاوي: رواه الديلمي في " مسند الفردوس " بلا سند عن أنس ". والشطر الأخير منه ضعيف وهو الذي قبله