পরিচ্ছেদঃ
৫৪৪৷ তোমাদেরকে হজ্জ করার সুযোগ না দেয়ার পূর্বেই নিজেরা হজ্জ কর। আমি যেন ক্ষুদ্র কান এবং হাতের ও পায়ের জোড়া বাকা বিশিষ্ট এক হাবশীকে দেখছি যার হাতে একটি হাতুড়ি রয়েছে সে (কাবা গৃহের) পাথরগুলোকে একটি একটি করে ভেঙ্গে ফেলছে।
হাদীছটি জাল।
এটি হাকিম (১/১৪৮), আবু নোয়াইম (৪/১৩১) এবং বাইহাকী (৪/৩৪০) ইয়াহইয়া ইবনু আব্দিল হামীদ আল-হিম্মানী হতে তিনি হুসাইন ইবনু উমার আল-আহমাসী হতে তিনি আমাশ হতে ... বর্ণনা করেছেন।
হাকিম কোন হুকুম সিদ্ধান্ত প্রদান হতে চুপ থেকেছেন। এ কারণে হাফিয যাহাবী তার সমালোচনা করে বলেছেনঃ হুসাইন দুর্বল আর ইয়াহইয়া আল-হিম্মানী ভাল নয়।
আমি (আলবানী) বলছিঃ হুসাইন মিথ্যুক যেরূপ ইবনু খাররাশ ও অন্য বিদ্বানগণ বলেছেন। আর ইবনু হিব্বান (১/২৬৮) বলেছেনঃ তিনি নির্ভরযোগ্যদের উদ্ধৃতিতে জাল হাদীছ বর্ণনাকারী। তিনি এককভাবে এ হাদীছটি বর্ণনা করেছেন যেমনটি আবু নোয়াইম বলেছেন।
حجوا قبل أن لا تحجوا، فكأني أنظر إلى حبشي أصمع، أفدع، بيده معول يهدمها حجرا حجرا موضوع - أخرجه الحاكم (1 / 148) وأبو نعيم (4 / 131) والبيهقي (4 / 340) عن يحيى بن عبد الحميد الحماني: حدثنا حصين بن عمر الأحمسي: حدثنا الأعمش عن إبراهيم التيمي عن الحارث بن سويد عن علي مرفوعا سكت عليه الحاكم وتعقبه الذهبي بقوله: قلت: حصين واه، ويحيى الحماني ليس بعمدة وأقول: حصين كذاب كما قال ابن خراش وغيره. وقال الحاكم: (1 / 268) " يروي الموضوعات عن الأثبات " وقد تفرد بهذا الحديث كما قال أبو نعيم وأما الحماني، فقد تابعه جبارة عند ابن عدي (102 / 2) في ترجمة حصين هذا وقال: " عامة أحاديثه معاضيل