হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৫৩৭
পরিচ্ছেদঃ
৫৩৭। যে ব্যক্তি লাল গোলাপের ঘ্রাণ নিবে, অতঃপর আমার উপর দুরূদ পাঠ করবে না, সে আমার সাথে কর্কশ আচরণ করল।
হাদীছটি জাল।
সুয়ূতী “আল-ফাতাওয়া” (২/১৮৩, ১৯২, ২০৮) গ্রন্থে বলেছেনঃ হাদীছটি আব্দুর রহমান আস-সাফীর "নুযহাতুল মাজালেস" গ্রন্থে বর্ণিত সেই সব হাদীছের একটি যেগুলো নির্দ্বিধায় বাতিল।
আমি (আলবানী) বলছিঃ এ জন্যই সুয়ূতী “যায়লুল আহাদীছিল মাওষু’আহ” (৮৫,৮৬) গ্রন্থে উল্লেখ করে বলেছেন যে, এটি মরক্কোবাসী কোন ব্যক্তির তৈরি করা।
من شم الورد الأحمر، ولم يصل علي، فقد جفاني موضوع - قال السيوطي في " الفتاوي " (2 / 183، 192، 208) : " هو من الأحاديث المقطوع ببطلانها مما في كتاب (نزهة المجالس) لعبد الرحمن الصفوري ". قلت: ولذلك أورده السيوطي في " ذيل الأحاديث الموضوعة " (85 و86) وذكر أنه من وضع بعض المغاربة، فراجعه إن شئت