হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৫১

পরিচ্ছেদঃ ৯. নফল সালাত-এর বিবরণ - ফরয সালাতের আগে-পরে সুন্নাতের বর্ণনা

৩৫১. ইবনু উমার (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমি দশ রাক’আত সালাত আমার স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছি। যুহরের পূর্বে দু’রাক’আত পরে দু’ রাক’আত, মাগরিবের পরে দু’রাক’আত তাঁর ঘরে, ’ইশার পরে দু’রাক’আত তাঁর ঘরে এবং দু’রাক’আত সকালের (ফজরের) সালাতের পূর্বে।

উভয়েরই ভিন্ন এক বর্ণনায় আছে– “আর দু’রাক’আত জুমু’আহর পর তাঁর বাড়িতে”।[1]

وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: حَفِظْتُ مِنَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - عَشْرَ رَكَعَاتٍ: رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ, وَرَكْعَتَيْنِ بَعْدَهَا, وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فِي بَيْتِهِ, وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ فِي بَيْتِهِ, وَرَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ. مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةٍ لَهُمَا: وَرَكْعَتَيْنِ بَعْدَ الْجُمْعَةِ فِي بَيْتِهِ - صحيح. رواه البخاري (1180)، ومسلم (729)، واللفظ للبخاري صحيح. رواه البخاري (937)، ومسلم (729) وساقها الحافظ بالمعنى


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ