হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬৬

পরিচ্ছেদঃ ৫. মোজার উপর মাসাহ - সময় নির্ধারণ ব্যতীত মোজার উপর মাসাহ করার বিষয়ে সুস্পষ্ট বর্ণনা

৬৬। ’উবাই বিন ’ইমারাহ (রাঃ) হতে বৰ্ণিত। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে) আরয করলেন, “হে আল্লাহর রসূল! আমি কি মোজার উপর মাসাহ করতে পারি? তিনি বললেন, “হাঁ; তিনি (সাহাবী) বললেন, “দু’দিন পর্যন্ত করতে পারি?” তিনি বললেন, ’হাঁ’। তিনি (সাহাবী) বললেন, ’তিনদিন পর্যন্ত করতে পারি?” তিনি বললেন, “হাঁ” আর তুমি যে ক’দিন ইচ্ছে কর।” আবূ দাউদের এ বর্ণনা মজবুত নয়।[1]

وَعَنْ أُبَيِّ بْنِ عِمَارَةَ - رضي الله عنه - أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ? قَالَ: «نَعَمْ» قَالَ: يَوْمًا? قَالَ: «نَعَمْ»، قَالَ: وَيَوْمَيْنِ? قَالَ: «نَعَمْ»، قَالَ: وَثَلَاثَةً? قَالَ: «نَعَمْ, وَمَا شِئْتَ». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَقَالَ: لَيْسَ بِالْقَوِيِّ - ضعيف. رواه أبو داود (158)


Narrated Ubai bin ‘Imara (rad):
I asked, “O Messenger of Allah, may I wipe over the Khuffain (leather socks)?” The Prophet (ﷺ) replied, “Yes”. I asked, “For one day?” He replied, “For one day”, I again asked, “And for two days?” He replied “For two day s too”. I again asked “And for three days” He replied, “Yes, as long as you wish”. [Reported by Abu Da’ud, who said, “It is not strong”]


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ উবাই বিন ইমারাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ