হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৪৪

পরিচ্ছেদঃ

৪৪৪। সর্ব প্রথম ইবলিস ক্রন্দন করে এবং সর্ব প্রথম সেই গান করে।

হাদীসটির কোন ভিত্তি নেই।

এটি গাযালী (২/২৫১) জাবের (রাঃ)-এর হাদীস হতে মারফু হিসাবে উল্লেখ করেছেন। হাফিয ইরাকী “তাখরাজুল ইহইয়া” গ্রন্থে বলেনঃ জাবের (রাঃ)-এর হাদীস হতে আমি এটির কোন ভিত্তি পাচ্ছি না। হাদীসটি “মুসনাদুল ফিরদাউস” গ্রন্থের লেখক আলী ইবনু আবী তালিব (রাঃ)-এর হাদীস হতে উল্লেখ করেছেন। কিন্তু তার পুত্র সেটিকে তার “মুসনাদ” গ্রন্থে উল্লেখ করেননি।

كان إبليس أول من ناح وأول من تغنى لا أصل له - وقد أورده الغزالي (2 / 251) من حديث جابر مرفوعا، فقال الحافظ العراقي في تخريجه لم أجد له أصلا من حديث جابر، وذكره صاحب " الفردوس " من حديث علي بن أبي طالب، ولم يخرجه ولده في مسنده


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ