হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৬০
পরিচ্ছেদঃ
৩৬০। হস্তগত করা ব্যতীত হিবা বৈধ হবে না।
মারফু হিসাবে হাদীসটির কোন ভিত্তি নেই।
এটি আব্দুর রাযযাক নাখ’ঈর কথা হতে বর্ণনা করেছেন; যেরূপভাবে যায়লাঈ "নাসবুর রায়া" গ্রন্থে (৪/১২১) উল্লেখ করেছেন।
হিবা হস্তগত করা শর্ত, হাদীসে এরূপ কোন দলীল নেই।
ইমাম বুখারী তার সহীহার মধ্যে অধ্যায় রচনা করেছেন, ’অনুপস্থিত হিবা জায়েষ হওয়ার বিষয়ে যিনি মতামত দিয়েছে তার অধ্যায় । দেখুন "ফাতহুল বারী" (৫/১৬০)।
لا تجوز الهبة إلا مقبوضة لا أصل له مرفوعا - وإنما رواه عبد الرزاق من قول النخعي، كما ذكره الزيلعي في " نصب الراية " (4 / 121) ، ولا دليل في السنة على اشتراط القبض في " الهبة " ومن أبواب البخاري في " صحيحه ": باب من رأى الهبة الغائبة جائزة، فانظر (5 / 160) من " فتح البارى