হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
        
  
                              ১২৫৯ 
                 
            
              
              
             
            
          পরিচ্ছেদঃ
১২৫৯। ১০২০ নং হাদীস দ্রষ্টব্য।
১০২০। আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তারপর আবু বকর (রাঃ) তাঁর জানাযার নামায পড়লেন, আর উমার (রাঃ) পড়লেন তৃতীয় জানাযা। এরপরই আমরা সেই অরাজকতায় পতিত হলাম, যা আল্লাহ চেয়েছিলেন।
  হাদিসের মানঃ হাসান (Hasan)  
                              পুনঃনিরীক্ষণঃ