হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৬০০

পরিচ্ছেদঃ ডান-বাম ব্যবহার-বিধি

(৩৬০০) উক্ত রাবী (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডান হাত তাঁর ওযূ ও আহারের জন্য ব্যবহার হত এবং বাম হাত তাঁর পেশাব-পায়খানা ও নোংরা স্পর্শ করার সব ক্ষেত্রে ব্যবহার হত।’

وَعَنها قَالَتْ : كَانَتْ يَدُ رَسُوْلِ اللهِ ﷺ اَلْيُمْنٰـى لِطُهُوْرِهِ وَطَعَامِهِ وَكَانَتِ الْيُسْرٰى لِـخَلَائِهِ وَمَا كَانَ مِنْ أَذًى حديث صحيح رواه أَبُو داود وغيره بإسنادٍ صحيحٍ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ