হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৩৪৫

পরিচ্ছেদঃ বাঘের চামড়া বিছিয়ে বসা নিষেধ

(৩৩৪৫) আবুল মালীহ (রহঃ) স্বীয় পিতা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র জন্তুর চামড়ার বিছানায় বসতে নিষেধ করেছেন। (আবূ দাউদ ৪১৩৪, তিরমিযী ১৭৭১, নাসাঈ ৪২৫৩ বিশুদ্ধ সানাদ সূত্রে)

তিরমিযীর এক বর্ণনায় আছে, তিনি হিংস্র জন্তুর চামড়া বিছাতে নিষেধ করেছেন। (দারেমী ১৯৮৩)

وَعَنْ أَبي المَلِيحِ عَن أَبِيهِ أنَّ رَسُوْلَ اللهِ ﷺ نَهٰـى عَنْ جُلُودِ السِّبَاعِ رواه أَبُو داود والترمذيُّ والنسائيُّ بأسانِيد صِحَاحٍ وفي رواية للترمذي : نَهٰـى عَنْ جُلُودِ السِّبَاعِ أنْ تُفْتَرَشَ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ