হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩২৪৪

পরিচ্ছেদঃ সালামের আদব সালাম দেওয়ার গুরুত্ব ও তা ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ

(৩২৪৪) আব্দুল্লাহ বিন মুগাফফাল (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় চোর সে, যে নামায চুরি করে; তার রুকূ-সিজদা পূর্ণরূপে করে না। আর সবচেয়ে বড় বখীল সে, যে সালাম দিতে বখীলি করে।

عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَقُ النَّاسِ مَنْ يَسْرِقُ صَلاتَهُ لا يُتِمُّ رُكُوعَهَا وَلاَ سُجُودَهَا وَأَبْخَلُ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلامِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ