হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৩৭১

পরিচ্ছেদঃ সবচেয়ে নিকৃষ্ট লোক

(২৩৭১) ফাতিমা যাহরা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যারা নিয়ামতে লালিত হয়েছে, যারা নানা রঙের খাদ্য ভক্ষণ করে, নানা রঙের বস্ত্র পরিধান করে এবং কথায় আলস্যভাব ও কায়দা প্রকাশ করে।

অন্য এক বর্ণনায় আছে, তারা নানা রঙের সওয়ারীতে চড়ে।

عَنْ فَاطِمَةَ الزُّهْرَاءَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ مِنْ شِرَارِ أُمَّتِيَ الَّذِيْنَ غُذُوْا بِالنَّعِيْمِ الَّذِيْنَ يَطْلُبُوْنَ أَلْوَانَ الطَّعَامِ وَ أَلْوَانَ الثِّيَابِ يَتَشَدَّقُوْنَ بِالْكَلَامِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ