হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৪৯

পরিচ্ছেদঃ ১২৯. জুমু'আর সালাতের জন্য গোসল করা

৩৪৯। ’আলী ইবনু হাওশাব (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি মাকহূল (রহঃ)-কে জিজ্ঞেস করলামঃ ’যে ধৌতকরল ও ধৌত করালো’-এর অর্থ কি? তিনি বললেনঃ মাথা ধৌত করালো ও সমগ্র শরীর ধৌত করল।[1]

সহীহ মাক্বতূ’।

باب فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، أَخْبَرَنَا مَرْوَانُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَوْشَبٍ، قَالَ : سَأَلْتُ مَكْحُولاً عَنْ هَذَا الْقَوْلِ، ‏"‏ غَسَّلَ وَاغْتَسَلَ ‏"‏ ‏.‏ فَقَالَ : غَسَّلَ رَأْسَهُ وَغَسَلَ جَسَدَهُ ‏.‏ - صحيح مقطوع


Makhul was asked about the meaning of words ghassala and ightasala (that occur in tradition 345) and he said:
one should was one's head and body well (and not than one should makes one's wife wash).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ