হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৩৯০

পরিচ্ছেদঃ ৪৪. দ্বিতীয় অনুচ্ছেদ - পবিত্রতা অর্জন ও সকাল সকাল মসজিদে গমন

১৩৯০-[১০] ইমাম মালিক ইয়াহ্ইয়া ইবনু সা’ঈদ আল আনসারী (রাঃ)হতে।[1]

وَرَوَاهُ مَالك عَن يحيى بن سعيد

ব্যাখ্যা: (وَرَوَاهُ مَالِك) মুয়াত্তায় এবং অনুরূপ আবূ দাঊদ ও বায়হাক্বী এবং অন্যান্যগণ বর্ণনা করেছেন, ইয়াহইয়া ইবনু সা‘ঈদ (রাঃ) থেকে, নিশ্চয় তার [মালিক (রহঃ)-এর] নিকট পৌঁছেছে যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘‘তোমাদের ওপর কোন দোষ নেই.....।’’

হাফিয আসক্বালানী (রহঃ) ফাতহুল বারীর ৪র্থ খন্ডের ৪৮৩ পৃষ্ঠায় বলেছেনঃ ইবনু ‘আবদুল বার (রহঃ) আত্ তামহীদে ইয়াহ্ইয়া ইবনু সা‘ঈদ আল আনসারী (রহঃ) থেকে, তিনি বর্ণনা করেছেন ‘উমার (রাঃ) থেকে, তিনি বর্ণনা করেছেনঃ ‘আয়িশাহ্ (রাঃ) থেকে।


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ