হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৯৫

পরিচ্ছেদঃ

৯৫. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সবসময় মাথা ঢেকে রাখতেন। তাঁর ঢেকে রাখার বস্ত্রটি (তৈলাক্ত হয়ে) এমন হয়েছিল যে, মনে হতো তা যেন কোন তৈল বিক্রেতার (তৈল মোছার) একখণ্ড বস্ত্র।[1]

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، قَالَ : حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ صَبِيحٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " يُكْثِرُ الْقِنَاعَ , كَأَنَّ ثَوْبَهُ ثَوْبُ زَيَّاتٍ " .


Hazrat Anas bin Malik radiyallahu anhu says, "Rasoollullah sallallahu alaihe wasallam often wore a cloth on his auspicious head. This cloth, because of its greasiness, looked as if had been oiled."

অধিক তেল ব্যবহারে কাপড় ময়লা হয়, তাই রাসূলুল্লাহর মাথায় অতিরিক্ত কাপড় ব্যবহার করতেন, যাতে টুপি বা পাগড়ি নষ্ট না হয়। এখানে কাপড় দ্বারা উদ্দেশ্য পাগড়ির নিচে ব্যবহারের কাপড়।


That means that the cloth was oily due to the excessive use of oil. Besides all this, it is a peculiarity of Sayyidina Rasoollullah sallallahu alaihe wasallam that this cloth did not become dirty, nor did any lice live in the clothing of Sayyidina Rasoolullah sallallahu alaihe wasallam, nor could an insect suck his auspicious blood. Allamah Munaawi has related from (Qari) Allamah Raazi, "A fly never sat on the clothing of Sayyidina Rasoolullah sallallahu alaihe wasallam."