হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬১৫৪

পরিচ্ছেদঃ ৭৮/৯২. যে কবিতা মানুষকে এতটা প্রভাবিত করে, যা তাকে আল্লাহর স্মরণ, ‘ইল্ম হাসিল ও কুরআন থেকে বাধা দান করে, তা নিষিদ্ধ।

৬১৫৪. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পেট কবিতা দিয়ে ভরার চেয়ে পুঁজে ভরা অনেক ভাল। (আধুনিক প্রকাশনী- ৫৭১৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৬১০)

بَاب مَا يُكْرَه أَنْ يَكُونَ الْغَالِبَ عَلٰى الإِنْسَانِ الشِّعْرُ حَتّٰى يَصُدَّه عَنْ ذِكْرِ اللهِ وَالْعِلْمِ وَالْقُرْآنِ.

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَخْبَرَنَا حَنْظَلَةُ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ أَحَدِكُمْ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا ‏"‏‏.‏


Narrated Ibn `Umar:

The Prophet (ﷺ) said, "It is better for a man to fill the inside of his body with pus than to fill it with poetry."