হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪০৪

পরিচ্ছেদঃ ২৪২: মহান আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব

৪/১৪০৪। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে (অর্থাৎ আল-হামদু লিল্লাহ পড়ে)।” (মুসলিম) [1]

(242) بابُ فَضْلِ الْحَمْدِ وَالشُّكْرِ

وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «إِنَّ الله لَيرْضَى عَنِ العَبْدِ يَأكُلُ الأَكْلَةَ، فَيَحْمَدُهُ عَلَيْهَا، وَيَشْرَبُ الشَّرْبَة، فَيَحْمَدُهُ عَلَيْهَا». رواه مسلم

(242) Chapter: The Obligation of Gratitude


Anas bin Malik (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) said, "Allah is pleased with His slave who says: 'Al-hamdu lillah (praise be to Allah)' when he takes a morsel of food and drinks a draught of water."

[Muslim].

Commentary: This Hadith has already been mentioned. "Aklah'' means to take a meal at one time, whether in the morning, the evening or at any other time. Similarly "Sharba'' means to drink water at any time. What the Hadith means is that to praise Allah on eating and drinking every time is a source of Allah's Pleasure, no matter whether the quantity one consumes is small or large.