হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১২৫০

পরিচ্ছেদঃ ২২৪: রোযা সম্পর্কিত কিছু জ্ঞাতব্য বিষয়

১/১২৫০। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন ব্যক্তি ভুলবশত: কিছু খেয়ে বা পান করে ফেলবে, তখন সে যেন তার রোযা (না ভেঙ্গে) পূর্ণ করে নেয়। কেননা, আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।” (বুখারী ও মুসলিম) [1]

(224) بَابُ فِي مَسَائِلَ مِنَ الصَّوْمِ

عَن أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «إِذَا نَسِيَ أَحَدُكُمْ، فَأَكَلَ، أَوْ شَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإنَّمَا أطْعَمَهُ اللهُ وَسَقَاهُ». متفقٌ عَلَيْهِ

(224) Chapter: Matters relating to As-Saum (Fasting)


Abu Hurairah (May Allah be pleased with him) reported:
The Prophet (PBUH) said, "If any one of you forgetfully eats or drinks (while observing fasting) he should complete his Saum (fasting), for Allah has fed him and given him to drink.''
[Al-Bukhari and Muslim].

Commentary: This Hadith tells us of a kindness and convenience of Islam that during the Saum if a person inadvertently does any such thing which destroys his Saum, i.e., eating, drinking, cohabitation with wife, etc., his Saum will remain intact due to forgetfulness, provided one abandons the act as soon as he remembers that he is observing Saum . He needs not make any expiation for such a Saum.