হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১৩১

পরিচ্ছেদঃ ২০১: মাগরিবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ

৩/১১৩১। উক্ত রাবী (আনাস) রাদিয়াল্লাহু আনহু হতেই বর্ণিত, তিনি বলেন, ’আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে সূর্যাস্তের পর মাগরিবের ফরয নামাযের আগে দু’ রাকআত সুন্নত পড়তাম।’ তাঁকে জিজ্ঞাসা করা হল, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ দু’ রাকআত পড়তেন কি?’ তিনি বললেন, ’তিনি আমাদেরকে ওই দু’ রাকআত পড়তে দেখতেন, কিন্তু আমাদেরকে (তার জন্য) আদেশও করতেন না এবং তা থেকে বারণও করতেন না।’ (মুসলিম) [1]

(201) بَابُ سُنَّةِ الْمَغْرِبِ بَعْدَهَا وَقَبْلَهَا

وَعَنْه، قَالَ: كُنَّا نُصَلِّي عَلَى عَهدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ قَبْلَ المَغْرِبِ، فَقِيلَ: أَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَلاَّهُمَا ؟ قَالَ: كَانَ يَرَانَا نُصَلِّيهِمَا فَلَمْ يَأمُرْنَا وَلَمْ يَنْهَنَا . رواه مسلم

(201) Chapter: Sunnah of the Maghrib Prayer


Anas (May Allah be pleased with him) reported:
In the lifetime of the Messenger of Allah (ﷺ), we used to perform two Rak'ah (optional prayer) after sunset before the Maghrib prayer. It was asked: "Did Messenger of Allah (ﷺ) perform them?" He replied: "He saw us performing it, but he neither ordered us to perform them nor did he forbid us from doing so."

[Muslim].

Commentary: This Hadith mentions the practice of the Companions of the Prophet (PBUH) in respect of two Rak`ah performed before Maghrib prayer. They sometimes performed these Rak`ah in the presence of the Prophet (PBUH). Thus according to the narration of Anas (May Allah be pleased with ihm) their being in practice is proved. But this statement of Anas is according to his own knowledge, otherwise, we have already seen a Hadith in which the Prophet (PBUH) stressed the need to perform them by way of inducement. Thus, it is proved by his speech as well.