হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১৩০

পরিচ্ছেদঃ ২০১: মাগরিবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ

২/১১৩০। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ’আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বড় বড় সাহাবীদেরকে দেখেছি, তাঁরা মাগরিবের সময় থামগুলোর দিকে দ্রুত বেগে অগ্রসর হতেন।’ (দু’ রাকআত সুন্নত পড়ার উদ্দেশ্যে।) (বুখারী)[1]

(201) بَابُ سُنَّةِ الْمَغْرِبِ بَعْدَهَا وَقَبْلَهَا

وَعَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ: لَقَدْ رَأيْتُ كِبَارَ أَصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِندَ المَغْرِبِ. رَوَاهُ البُخَارِيُّ

(201) Chapter: Sunnah of the Maghrib Prayer


Anas (May Allah be pleased with him) reported:
I saw the principal Companions of Messenger of Allah (ﷺ) rushing to the pillars (of the mosque) to perform two Rak'ah prayers behind them before the Maghrib prayer.

[Al-Bukhari].

Commentary: "Rushing to the pillars" here refers to the haste which the Companions of the Prophet (PBUH) usually showed in occupying the place near the pillars to perform the two Rak`ah before Maghrib prayer. Thus, this Hadith confirms the practice of the Companions of the Prophet (PBUH) in respect of the two Rak`ah performed before Maghrib prayer.