হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১১১৫

পরিচ্ছেদঃ ১৯৭: ফজরের দু’ রাকআত সুন্নত হাল্কা পড়া, তাতে কি সূরা পড়া হয় এবং তার সময় কি?

৫/১১১৫। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু’ রাকআত সুন্নতে সূরা ’ক্বুল ইয়া আইয়্যুহাল কাফিরূন’ ও ’ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ পাঠ করতেন। (মুসলিম) [1]

(197) بَابُ تَخْفِيْفِ رَكْعَتَي الْفَجْرِ وَبَيَانِ مَا يُقْرَأُ فِيْهِمَا، وَبَيَانِ وَقْتِهِمَا

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَرَأَ فِي رَكْعَتَي الفَجْرِ: ( قُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ ) وَ ( قُلْ هُوَ اللهُ أَحَدٌ ). رَوَاهُ مُسلِم

(197) Chapter: Briefness to be Adopted in Performing the two Rak'ah Sunnah before Fajr Prayer, their time and the Surah to recite in them


Abu Hurairah (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) recited in the two supererogatory Rak'ah of the Fajr prayer Surat Al-Kafirun (No. 109) [in the first Rak'ah], and Surat Al-Ikhlas (No. 112) [in the second Rak'ah].

[Muslim].