হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬১০

পরিচ্ছেদঃ ৭১: মু’মিনদের জন্য বিনয়ী ও বিনম্র হওয়ার গুরুত্ব

৪/ ৬১০। আনাস রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ’মদ্বীনার ক্রীতদাসীদের মধ্যে এক ক্রীতদাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরে নিত, তারপর সে (নিজের প্রয়োজনে) তার ইচ্ছামত তাঁকে নিয়ে যেত।’ (বুখারী)[1]

بَابُ التَّوَاضُعِ وَخَفْضِ الْجَنَاحِ لِلْمُؤْمِنِيْنَ - (71)

وَعَنهُ، قَالَ: إِنْ كَانَتِ الأَمَةُ مِنْ إمَاءِ المَدينَةِ لَتَأْخُذُ بِيَدِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءتْ . رواه البخاري

(71) Chapter: Modesty and Courtesy towards the Believers


Anas bin Malik (May Allah be pleased with him) reported:
A slave-girl of Al-Madinah would take hold of the hand of the Prophet (ﷺ) and take him wherever she desired.

[Al- Bukhari].

Commentary: This Hadith throws light on the sublime courtesy and unique humbleness of Messenger of Allah (PBUH) as well as his passion to meet the wants of the needy. It provides all the Muslims with a worth-emulating
example. The Hadith does not mean that the slave-girl would actually touch the Prophet's hands, but that he would show humbleness to all kinds of people, be they young or old, rich or poor, men or women.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ