হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৮৫

পরিচ্ছেদঃ ৫৫: দুনিয়াদারি ত্যাগ করার মাহাত্ম্য, দুনিয়া কামানো কম করার প্রতি উৎসাহ প্রদান এবং দারিদ্রের ফযীলত

২৫/৪৮৫। কা’ব ইবনে ’ইয়াদ রাদিয়াল্লাহু ’আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি; ’’প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে এবং আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল।’’(তিরমিযী, হাসান সহীহ সূত্রে)[1]

(55) - باب فضل الزهد في الدنيا و الحث على التقلل منها و فضل الفقر

وَعَن كَعبِ بنِ عِيَاضٍ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، يَقُولُ: إنَّ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةً، وفِتْنَةُ أُمَّتِي: المَالُ » رواه الترمذي، وقال: حديثٌ حسنٌ صحيحٌ »

(55) Chapter: Excellence of Leading an Ascetic Life, and Virtues of Simple Life


Ka'b bin 'Iyad (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "Verily, there is a Fitnah (trial) for every nation and the trial for my nation (or Ummah) is wealth."

[At- Tirmidhi].

Commentary: The word "Fitnah'' means trial. Anything with which a person is tried is a Fitnah for him. For this reason children and property have been regarded Fitnah for mankind in the Noble Qur'an. This Hadith strongly urges the Muslim Ummah to exercise moderation in their love for worldly goods and riches otherwise all these things, which are Gifts of Allah, can become a source of woeful torture for them.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ কা’ব ইবনে ইয়ায (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ